রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

''অতীতের স্মৃতি''




_________ 'মিনহাজ মিজান'//
আজ এতটা সময় পড়ে, কথাগুলি এভাবে,
পড়বে মনে ভাবিনি তা আগে।
চলতে চলতে পথে কখন হারিয়েছি তারে,
বাউণ্ডুলে অথৈই নীলিমার জলে।
বেলা পড়ন্তের দিকে, বয়সটাও বেড়েছে,
তবু ভীরু-সাহসিনী এই রাতে,
যদি কখনো দেখি জ্বলত বিরহী বহ্নিশিখা
ভাবতে বসি কি পেয়েছি কি পাইনি.?
অসম্ভব এই জীবনের ঐ ক্ষুদ্র পর্ণকুটিরে ।
আমি যে আজো বন্দি , হ্যাঁ আজো বন্দি,
বন্ধু বলো কে আমায় শক্তি জোগাবে.?
বাউণ্ডুলে তিলোত্তমার রূপকথার এই বৃত্তপথে ।
জানিনা আমি আসমানে কেন মেঘ-রোদ খেলা করে,
তারপরও কিছু প্রশ্ন উড়ে বেড়ায় বাতাসে,
মন আমার দ্বীধাগ্রস্থ হয় বারেবারে।
কিন্তু এতটুকু-ও পাপবোধ জাগেনা আমার,
চকিত শিহরণ স্মরণ সংবেদন অপেক্ষায়।
ফেলে আসা মনে জাগে দূর আঁধারিয়া প্রেম,
পষ্ট হয় পল্লীপথে সেই উষ্ণতর ওম ।
আজো ফিরে যেতে যেতে সে ব্যাথা ডাকে,
গহীনে ধূলোমাখা অভিনীত সেইসব পথের বাঁকে।
শশ্মানের সেই দেশে দ্বীপ জ্বলা গগনতলে,
আজো কে যেন হাতবাড়িয়ে ডাকে.?
ভবিষ্যৎ নয় ফেলে আসা আমারি অতীত ফেনিলে ।।
___________________________


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন