বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫


"প্রতিক্ষা"


----------(০২)

আজো বিশেষ কারো অপেক্ষায় আছি,
বিশেষ কোন একজনের প্রতিক্ষায় থাকি।
খুঁজে চলছি আজো প্রতিটা দিনের মতই,
বিশেষ কোন একজন একজন কে.!
যে কিনা আমার তবু-ও সে আমার নয়।

যার জন্য অপেক্ষয়মান থাকা যায়,যার জন্য প্রতিটা মহুর্ত প্রতিক্ষা করা যায়।
যার জন্য পরিযায়ী হওয়া যায়,
ধূসর মরু প্রান্তর কিংবা সাগর পাড়ি দিয়েও,
যার জন্য হৃদয়ের শান্তি অক্ষুণ্ণ থাকে।
তবু-ও সে আমার নয় আমিও তার নই,
তবুও আপেক্ষায় থাকি আমি,
প্রতিটা দিনরাত্রি প্রতিক্ষা করতে করতে
রাত ও চাঁদের লুকোচুরি দেখি।
তবুও প্রতিটা প্রহর প্রতিক্ষা করি আমি,
ওষ্ঠে না পাওয়ার হতাশায় শব্দ করি।
তবু-ও কেন জানিনা আমি অপেক্ষা করি,
কেন জানিনা মিছে তারই জন্য প্রতিক্ষায় থাকি।।
______________________________________________________
মিনহাজ মিজান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন