বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫


"প্রতিক্ষা"


----------(০২)

আজো বিশেষ কারো অপেক্ষায় আছি,
বিশেষ কোন একজনের প্রতিক্ষায় থাকি।
খুঁজে চলছি আজো প্রতিটা দিনের মতই,
বিশেষ কোন একজন একজন কে.!
যে কিনা আমার তবু-ও সে আমার নয়।

যার জন্য অপেক্ষয়মান থাকা যায়,যার জন্য প্রতিটা মহুর্ত প্রতিক্ষা করা যায়।
যার জন্য পরিযায়ী হওয়া যায়,
ধূসর মরু প্রান্তর কিংবা সাগর পাড়ি দিয়েও,
যার জন্য হৃদয়ের শান্তি অক্ষুণ্ণ থাকে।
তবু-ও সে আমার নয় আমিও তার নই,
তবুও আপেক্ষায় থাকি আমি,
প্রতিটা দিনরাত্রি প্রতিক্ষা করতে করতে
রাত ও চাঁদের লুকোচুরি দেখি।
তবুও প্রতিটা প্রহর প্রতিক্ষা করি আমি,
ওষ্ঠে না পাওয়ার হতাশায় শব্দ করি।
তবু-ও কেন জানিনা আমি অপেক্ষা করি,
কেন জানিনা মিছে তারই জন্য প্রতিক্ষায় থাকি।।
______________________________________________________
মিনহাজ মিজান

রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

''অতীতের স্মৃতি''




_________ 'মিনহাজ মিজান'//
আজ এতটা সময় পড়ে, কথাগুলি এভাবে,
পড়বে মনে ভাবিনি তা আগে।
চলতে চলতে পথে কখন হারিয়েছি তারে,
বাউণ্ডুলে অথৈই নীলিমার জলে।
বেলা পড়ন্তের দিকে, বয়সটাও বেড়েছে,
তবু ভীরু-সাহসিনী এই রাতে,
যদি কখনো দেখি জ্বলত বিরহী বহ্নিশিখা
ভাবতে বসি কি পেয়েছি কি পাইনি.?
অসম্ভব এই জীবনের ঐ ক্ষুদ্র পর্ণকুটিরে ।
আমি যে আজো বন্দি , হ্যাঁ আজো বন্দি,
বন্ধু বলো কে আমায় শক্তি জোগাবে.?
বাউণ্ডুলে তিলোত্তমার রূপকথার এই বৃত্তপথে ।
জানিনা আমি আসমানে কেন মেঘ-রোদ খেলা করে,
তারপরও কিছু প্রশ্ন উড়ে বেড়ায় বাতাসে,
মন আমার দ্বীধাগ্রস্থ হয় বারেবারে।
কিন্তু এতটুকু-ও পাপবোধ জাগেনা আমার,
চকিত শিহরণ স্মরণ সংবেদন অপেক্ষায়।
ফেলে আসা মনে জাগে দূর আঁধারিয়া প্রেম,
পষ্ট হয় পল্লীপথে সেই উষ্ণতর ওম ।
আজো ফিরে যেতে যেতে সে ব্যাথা ডাকে,
গহীনে ধূলোমাখা অভিনীত সেইসব পথের বাঁকে।
শশ্মানের সেই দেশে দ্বীপ জ্বলা গগনতলে,
আজো কে যেন হাতবাড়িয়ে ডাকে.?
ভবিষ্যৎ নয় ফেলে আসা আমারি অতীত ফেনিলে ।।
___________________________


"মুক্তি পাইনি "

 'মিনহাজ মিজান'
____________________//
আমি বিমোহিত.! এক উদাস পথিক,
বারবার ফিরে আসি, উষর সেই সব সন্ধ্যায়।
রূপোন্মত্ত মাতালের মত, রূপালী জলের দেশে,
উদভ্রান্ত কিশোরের মত স্বপ্ন নিয়ে,
মাটি ও মানুষের মাঝে অপলক সুখের খোঁজে।
ঘোলা জলের ঢেউয়ের মত সরল হৃদয় ছুঁয়ে,
সন্ধ্যায় নীড়ে ফেরা পানকৌড়ির মত করে-----
আমি ফিরে আসি বারেবারে  সেইসব সন্ধ্যায়।
সরলতায় মোড়ানো তালপাতার বাঁশি শুনে শুনে
বট হিজলের ছায়ে পরাণ আবারো জুড়িয়ে নিতে ।
আমি ফিরে আসি ডানাভাঙা ফিঙের মতন-----
হৃদয়ের ব্যাথা লয়ে , অপার স্বপ্নের এই দেশে।
আমি ভালবাসি, তাই ফিরে আসি,
বিমোহিত সেই সব সন্ধ্যার তারাভরা গগনে।
অজস্র আলোক রশ্মির জাল ভেঙে ভেঙে,
পুরনো আড্ডার সুখ স্মৃতিটুকু সাথে করে ।
সেইসব নদী ও নারীর কাছে
যারা আমায় শিখিয়েছিল  ভালোবাসা কাকে বলে.?
উপবৃত্তকার পথের মত আমি ফিরে আসি বারেবারে,
কখনো উদাসীন একতারার সুরে,
কখনো বা শঙ্খচিল কিংবা মেঠো সুর হয়ে।
আমি ফিরে আসি বারেবারে,
মৌন-স্বপ্নো মাঝে ডানামেলা প্রিয়ার বুকে ।
আমি ফিরে আসি লক্ষ স্মৃতির খেয়া বেয়ে,
আঁধারের মাঝে ডুগডুগে আলোর খোঁজে।
ভালবেসে মুক্তি পাইনি বলে বারেবারে ফিরে আসি,
আমি জন্ম নিয়ে কিংবদন্তী-দের এই ভূমে ।
আমি মুক্তি পাইনি বলেই ফিরে আসি বারেবারে,
দূর্বাদলশ্যামের মাঝে ছলনাময়ী মরণ দুয়ারে  । ।

______________________________________________________________//